

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় এগিয়ে আসছেন বলিউড তারকারা। এবার অল ইন্ডিয়া ফিল্ম ইমপ্লোয়িসের আওতায় দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করা এক লাখ কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন বিগ বি খ্যাত তারকা অমিতাভ বচ্চন।
অমিতাভের সঙ্গে এই উদ্যোগে সহযোগিতা করবে সনি পিকচার্স নেটওয়ার্ক এবং কল্যাণ জুয়েলার্স।
এ প্রসঙ্গে সনি নেটওয়ার্কের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে পরিস্থিতিতে জনাব বচ্চন যে উদ্যোগ নিয়েছেন আমরা তার সঙ্গে আছি। ‘উই আর ওয়ান’-এর সহযোগিতায় থাকবে সনি পিকচার্স এবং কল্যাণ জুয়েলার্স, যার মাধ্যমে পুরো দেশের এক লাখ পরিবারকে মাসের রেশন দেওয়া হবে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘প্রথম সারির হাইপারমার্কেট ও গ্রোসারি স্টোরের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং অল ইন্ডিয়া ফিল্ম ইমপ্লোয়িস কনফেডারেশনের তালিকাভুক্ত কর্মীদের মধ্যে বারকোড সমৃদ্ধ ডিজিটাল কুপন বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে তারা রেশন নিতে পারবে। এছাড়া যদি কারো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সেই ব্যবস্থাও করা হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman