

ফের করোনাভাইরাস নিয়ে টুইট করে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। শুক্রবারই করোনা চিকিৎসায় হোমিওপ্যাথির ভূমিকা নিয়ে টুইট করেছিলেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি।অনেকেই অমিতাভের টুইট দেখে সমালোচনা করেন।
টুইটে অমিতাভ লিখেছিলেন,কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রণালয় যেভাবে করোনা মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে, হোমিওপ্যাথি ওষুধে উপকৃত একজন মানুষ হিসেবে আমি এই প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভারতই গোটা বিশ্বকে করোনার প্রতিষেধক আবিষ্কারে পথ দেখাবে।
সারা বিশ্ব যখন করোনাভাইরাসের হাত থেকে পরিত্রাণের উপায় খুঁজছে, তখন ভারতের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয় আয়ুর্বেদ, ইউনানি ও হোমিওপ্যাথি ওযুধ কাজে লাগানোর কথা বলছে। কিন্তু করোনা মোকাবিলায় এখনও সেরকম কোনও যুগান্তকারী প্রতিষেধক আবিষ্কারের খবর মেলেনি আয়ুষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ফলে অমিতাভের ওই টুইটের পরই শোরগোল ওঠে নেটদুনিয়ায়।
“এমনিতেই ভারতে কিছু অসাধু হোমিওপ্যাথি ডাক্তার করোনা সারানোর দাবিতে ব্যবসা ফেঁদেছে, আপনার পোস্ট সেসব ভন্ড মুনাফাকারীদের কাজ তো আরও সহজ করে দেবে। তাই নিশ্চিত না হয়ে এত বড় মাপের একজন তারকা হয়ে কীভাবে আপনি এরকম পোস্ট করতে পারেন?” এমন অজস্র প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman