

জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই সংকটসময় মুহূর্তে দুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন এই অভিনেত্রী।
গুরগাঁওয়ে অবস্থিত তার বাড়ির পাশের এক বস্তির দুইশের বেশি পরিবারকে খাবার সরবরাহ করবেন এই নায়িকা। আর এই খাবার তার সোসাইটিতেই রান্না হবে।
রাকুল বলেন, ‘আমার বাবা লক্ষ্য করেছেন, বর্তমানে বস্তিতে থাকা সকল মানুষ তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। লকডাউনের এই সময়টাতে আমরা এই মানুষদের প্রতিদিন দুইবেলা খাবার সরবরাহ করব। যদি লকডাউন আরো বাড়ে, তবুও এটি চালিয়ে যাব। আপাতত, পুরো এপ্রিল মাস এটি করার চিন্তা করেছি। পরবর্তী সময়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। আমার সোসাইটিতে রান্না হবে এবং তাদের কাছে পাঠানো হবে। এই সময়ে প্রত্যেকের এগিয়ে আসা উচিত।’
তিনি আরো বলেন, ‘আমাদের বেশিরভাগ মানুষই সুবিধাবঞ্চিত এটি বুঝতে হবে। জরুরি সময়ে বেঁচে থাকার জন্য আমাদের বাড়ি, পর্যাপ্ত খাবার আছে কিন্তু এটি কাজে লাগবে যখন আপনি তা সমাজের মানুষকে দিবেন। তারা যখন খাবার খাবে তাদের হাসিমাখা মুখ দেখে আমি সবচেয়ে আনন্দ পাব। এটি আমাকে সর্বোচ্চ আনন্দ দেবে। আমার যা কিছু আছে তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এটি একটি ক্ষুদ্র প্রয়াস। যে কেউ-ই পরিবর্তন আনতে পারে। সমাজের মানুষের জন্য কিছু করা প্রয়োজন বলে আমি বিশ্বাস করি।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman