

ইয়ার ফোন আর হেডফোন ব্যবহার শরীরের জন্য আলাদা আলাদা পরিমাণে ক্ষতিকর। কারণ ইয়ার আর হেডফোন, এই দুটির ব্যবহারের দিকমধ্যে তফাৎ রয়েছে।
ইয়ার ফোন হলো যেগুলো আমরা কানে ঢুকিয়ে অডিও শুনি। কিছু কিছু ইয়ারফোনে আবার রাবারের বাডও থাকে।
আর হেডফোন হচ্ছে যেগুলো যেগুলো আমরা মাথার ওপর দিয়ে পড়ি।
শরীরের ক্ষতির কথা যদি বিবেচনায় আনি তাহলে ইয়ার ফোন হেডফোন উভয়ই শরীরের ক্ষতি করে তবে ইয়ার ফোন হেডফোন থেকে বেশি ক্ষতি করবে। একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত হেডফোন ও ইয়ারফোনে গান শোনা ঠিক আছে কিন্তু উচ্চ পর্যায়ের শব্দে অনেকক্ষণ গান শোনা কানের শব্দ শোনার ভারসাম্য নষ্ট করে। আমরা শব্দ শুনি প্রধানত আমাদের কানের ভেতরের একপ্রকার তরল পদার্থের কারণে।
যখন শব্দ তরঙ্গ আমাদের কানে প্রবেশ করে, তখন তা কানের পর্দা সংলগ্ন তরল পদার্থের থলিতে কম্পন সৃষ্টি করে, সেটাই আমাদের মস্তিষ্কে শব্দানুভূতি হিসেবে প্রেরিত হয়। এখন যদি অনেক জোরে কোনো শব্দ প্রবেশ করে তাহলে এই ভারসাম্যই আবার ভারসাম্যতা হারানোর ঝুঁকিতে পড়ে। যার কারণে বেশি শব্দে ইয়ারফোন ও হেডফোনে গান শোনা বন্ধ করতে হবে। আর আরেকটা ব্যাপার হলো ইয়ারফোনে যখন আমরা গান শুনি কানে ঢুকিয়ে, এর কারণে কানে ইনফেকশন হতে পারে। ইয়ারফোন ঢুকানোর ফলে আমাদের কান বদ্ধ হয়ে থাকে, মানে বাইরের বাতাস ঢুকতে পারে না। এরকম অনেকক্ষণ বদ্ধ থাকার কারণে তখন কানের ভেতরে পিচ্ছিল রকম হয়ে যায়। এটা ইনফেকশনের সৃষ্টি করে। বিশেষত গরমকালে ঘাম আর পিচ্ছিল পদার্থের কারণে ঐ ইনফেকশনের ঝুঁকি আরো বেড়ে যায়।
এখনকার সময়ে ইয়ারফোন ব্যবহার শুধু গান শোনার জন্যই না, ফ্যাশনের অংশ হিসেবেও দেখা হয়। স্টাইল করার কিংবা ট্রেন্ডি দেখানোর জন্যও আবার অনেকে ইয়ারফোন, হেডফোন এগুলো লাগিয়ে ঘুরে। হ্যা লাগাক, অসুবিধা নাই। তবে বেশিক্ষণ লাগিয়ে রাখা কিন্তু ক্ষতিকর। তাই গান শুনুন আর যাই করুন, পরিমিত ব্যবহার করবেন আর সাউন্ড কমিয়ে শুনবেন। নাহলে ডাক্তারের কাছে দৌঁড়াতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman