

পর্যাপ্ত সরবরাহ না থাকায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম সংকট দেখা দিয়েছে।
সিম রিসাইকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি পেতে দেরি হওয়ায় এ সমস্যা হচ্ছে বলে গ্রামীণফোন সূত্রে জানা গেছে।
গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বলেন, বিটিআরসির সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে। বর্তমানে করোনাভাইরাসের কারণে দেশে সংকট চলছে। যার কারণে সিম সরবরাহ করা যাচ্ছে না। তাই সংকট দেখা দিয়েছে।
মার্কেটে সিম না থাকায় খুচরা বিক্রেতাদের কেউ কেউ বেশি দামে বিক্রি করছেন। এ বিষয়ে মুহাম্মদ হাসান বলেন, সরবরাহ না থাকায় আমাদের খুচরা বিক্রেতারাও সমস্যায় পড়ছেন। তবে গ্রাহকরা চাইলে নির্দিষ্ট সময়ে আমাদের গ্রামীণফোন সেন্টার থেকেও সিম সংগ্রহ করতে পারবেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেছিলেন, নতুন গ্রাহকদের কাছে সিম বিক্রির ক্ষেত্রে আমরা সমস্যার মুখোমুখি হবো। সামনে আমাদের সমস্যা হবে, যদি আমরা সংকট কাটিয়ে উঠতে না পারি। নতুন গ্রাহক পাওয়া যাবে না। কারণ, সিম থাকবে না। সিম নষ্ট হলে রিপ্লেসমেন্টের জন্যও সিম পাওয়া যাবে না। রিসাইকেলের জন্য এরইমধ্যে ৩০ লাখ সিম জমা আছে বলে জানিয়েছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman