

সাফল্যের কোনো সংজ্ঞা হয় না । সফলতা একটি উপলব্ধির ব্যাপার এবং এই উপলব্ধির কিছু নমুনা বা উদাহরণ আছে । যেমন-
১) আপনি যদি মনে করেন আপনার পৃথিবীতে আগমন ঘটেছিলো বলে আপনি খুবই গর্বিত এবং নিঃসংকোচে বাবা-মার প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন- তাহলে ধরে নেয়া যায় আপনি তাদের সফল সন্তান ।
২) আপনি যখন আপনার সন্তানকে নিয়ে গর্ববোধ করেন এবং আপনার মনে হয় এরকম সন্তানকে লালন করা ছিল আজন্মের পাওয়া- তাহলে আপনি একজন সফল বাবা অথবা মা ।
৩) আপনার স্ত্রী যদি আপনাকে কোনোদিন বলে ,”তোমাকে পেয়ে আমি ধন্য”- তাহলে আপনি একজন সফল স্বামী ।
৪) আপনার প্রিয় বন্ধু/বান্ধবী যখন তার পারিবারিক অনুষ্ঠানের ভোজসভায় আপনার উপস্থিতি কামনা করে তাহলে ধরে নেবেন আপনি একজন সফল বন্ধু / বান্ধবী ।
৫) কর্মস্থলের সহকর্মীরা যখন আপনার পেশাদারি কাজের প্রশংসায় পঞ্চমুখ, তখন বুঝবেন আপনি একজন সফল পেশাদারি এবং দায়িত্ববান ।
৬) বয়স যখন ৫০ এ গিয়ে গড়াবে এবং তখনও যদি পেটে অম্ল-জনিত সমস্যা, কোমরে ব্যাথা, হাটু ভাঙা, চোখের জ্যোতি দুর্বল হওয়া ইত্যাদি ব্যাধি আক্রান্ত না করে থাকে তাহলে আপনি সত্যিই একজন সুস্বাস্থবান সফল পূর্ণবয়স্ক মানুষ ।
৭) আপনার মৃত্য যদি অগণিত মানুষকে কাঁদায়, তাহলে আপনি সফল জীবন নিয়ে পৃথিবীতে বেঁচে ছিলেন ।
যেহেতু জগৎ সম্ভাবনাময় এবং মানুষের পাওয়া এবং স্বপ্নের কোনো দ্বারপ্রান্ত নেই, তাই সফলতাও আপেক্ষিক । অসীমকে কখনো ছোয়া যায় না, কারণ অসীমত্ব একটি ধারণা মাত্র (যদিও গাণিতিকভাবে এর অস্তিত্ব প্রমাণিত)- তাই সীমাহীন সাফল্য কামনা করাটা বোকামি !
আমরা কতটুকু সফল হতে চাই সেটা আমাদেরই নির্ধারণ করে নিতে হবে । আর নির্ধারণটা খুব গুরুত্বসহকারে করতে হবে যাতে অর্জনের দ্বারপ্রান্তে গিয়ে চোখেমুখে সন্তুষ্টির ছাপ ফুটে উঠে । তাহলেই আপনি সফল ।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman