রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ১১:০৭ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ১১:০৭ ) 

প্রজন্মের ক্রিকেটারদের ধুয়ে দিয়েছেন ওয়াকার-যুবরাজ

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ। এ ধরনের ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুললেন দলটির সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুস। তার মতে টি-টোয়েন্টি লিগে খেলে সহজেই অর্থ আয় করছেন ক্রিকেটাররা।

ওয়াকার দাবি করলেন, এ জন্য জাতীয় দলের স্বার্থকেও বুড়ো আঙুল দেখাচ্ছেন তারা। এ কারণে চটেছেন তিনি। মঙ্গলবার পূর্বসূরিদের একহাত নিলেন ওয়াকার। বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট লিগ খেলে এখন সহজেই অর্থ আয় করছেন ক্রিকেটাররা। এই সংস্করণে তাদের বেশি কষ্ট করতে হচ্ছে না। মাত্র চার ওভার বোলিং করলেই হচ্ছে।’

এমন মানসিকতার কারণে ক্রিকেটারদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকার। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত জানাচ্ছেন। তাতে অনেকেই মর্মাহত হচ্ছেন। কারণ সিদ্ধান্ত নেওয়ার আগে (ক্রিকেট) বোর্ডকে জানানো উচিত ছিল। সহজে অর্থ আয়ের জন্য তারা জাতীয় স্বার্থ নিয়ে ভাবছে না। তাদের জন্য আমাদের ভুগতে হচ্ছে।’

২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। ওয়াহাবও একটু চটজলদি তার পদাঙ্ক অনুকরণ করেছেন। ওয়াকারের মতে, দুজন চাইলে আরো অনেকদিন টেস্ট ক্রিকেট খেলতে পারতো। পাকিস্তানের সাবেক অধিনায়ক ক্ষোভের সুরেই বললেন, ‘তারা একটু আগেভাগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তাদের সিদ্ধান্ত সময়োপযোগী ছিল না।’

পাকিস্তানে যেমন ওয়াকার, তেমনি একই ইস্যুতে ভারতে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। এই প্রজন্মের ক্রিকেটারদের ধুয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘তুমি যখন দলে এসেছিলে, তখন তোমার সিনিয়ররা খুব সুশৃঙ্খল ছিলেন। সোশ্যাল মিডিয়া ছিল না, তাই মনোযোগও নড়েনি।’

যুবরাজ যোগ করলেন, ‘আমার মনে হয়, এখনকার ছেলেরা যা খুশি তাই করতে পারে। মাঝে মাঝে ওরা আইপিএলে বড় চুক্তি পেয়ে যায়। ওরা জানে না কীভাবে অর্থ সামালাতে হয়। ভারতের হয়ে খেললে নিজের ভাবমূর্তি নিয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু এই প্রজন্মের অনেক খেলোয়াড়ই সিনিয়রদের অনুসরণ করে না। (লোকেশ) রাহুল ও হার্দিক (পান্ডিয়া) যে ঘটনা ঘটিয়েছে, আমাদের সময় হলে এমনটা নাও ঘটতে পারতো।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print