

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে এমন কোনো চেষ্টা নেই যা করে দেখছে না মানুষ। এবার গুগল ও অ্যাপল এমন একটি প্রযুক্তি নিয়ে আসার ঘোষণা দিলো যা সহজেই এটা বলে দিবে যে কোনো ব্যক্তি আক্রান্ত কারো সংস্পর্শে এসেছেন কি না। এই প্রযুক্তি প্রয়োগ করা গেলে কন্টাক্ট ট্রেসিংয়ে বিপ্লব সাধিত হতে পারে এবং সেটিও কারো কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই।
গুগল ও অ্যাপল প্রথমে বিদ্যমান তৃতীয় পক্ষের অ্যাপগুলো উন্নত করতে কাজ করতে চেয়েছিলো। পরে সেই সিদ্ধান্ত থেকে নিজস্ব প্রযুক্তি তৈরির সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান দুটি।
প্রযুক্তি বিশ্বের এই দুই জায়ান্ট প্রতিষ্ঠান বলেছে যে, এই কার্যক্রমে ব্যবহারকারীদের স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হবে। যেমন কেউ আক্রান্ত হয়ে থাকলে তাকে স্বেচ্ছায় এই আপডেট জানাতে হবে। এর মাধ্যমেই মূলত ওই লোকের সংস্পর্শে আসা অন্যদের অ্যালার্ট দেওয়া যাবে।
গুগল ও অ্যাপল যৌথ বিবৃতিতে জানিয়েছে, পুরো ব্যবস্থাটি কাজ করবে ব্লুটুথ সিগনালের মাধ্যমে। একটা নির্দিষ্ট দূরত্ব পেরিয়ে যদি কোনো দুজন ব্যক্তি ঝুঁকিপূর্ণ পর্যায়ে কাছাকাছি আসেন, তাহলেই কেবল তাদের ফোন দুটি একটি গোপন কোড স্বয়ংক্রিয়ভাবে আদানপ্রদান করবে।
কন্টাক্ট ট্রেসিং ব্যাপারটা আসলে কী?
এরপর ওই দুজন ব্যক্তির কেউ যদি পরবর্তীকে করোনাভাইরাসে পজিটিভ বলে প্রমাণিত হন তাহলে তাকে বিষয়টি আপডেট করে দিতে হবে। এরপর কেন্দ্রীয় ডাটাবেজ তার কাছাকাছি আসা লোকদের কোডগুলো যাচাই করবে এবং সবাইকে অ্যালার্ট দিবে যে- আপনি গত কয়েকদিনের মধ্যে একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এতে সবাই সতর্ক হতে পারবে।
কিভাবে কাজে করে?
যৌথ বিবৃবিতে অ্যাপল ও গুগল জানিয়েছে, “পুরো প্রক্রিয়ায় কোনোভাবে কোনো ব্যক্তির জিপিএস লোকেশন রেকর্ড করা হবে না। কিংবা নাম বা পরিচয়ও রেকর্ড বা প্রকাশ করা হবে না। এই প্রযুক্তি ব্যবহার করলে পরিচয় ঝুঁকির মধ্যে পড়ার কোনো আশঙ্কা নেই।”
তবে এই প্রক্রিয়ায় আলাদা কোনো অ্যাপ নয়, বরং অপারেটিং সিস্টেম আপডেটের দরকার পড়বে। কিন্তু কবে নাগাদ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ বাজারে ছাড়া হবে, এ বিষয়ে গুগল বা অ্যাপল থেকে কিছুই বলা হয়নি। তবে এটা নিশ্চিত করা হয়েছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ধরনের ডিভাইসের ক্ষেত্রেই এই প্রযুক্তি কাজ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman