

নারায়ণগঞ্জে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পর এবার করোনায় আক্রান্ত হলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
জানা গেছে, আজ শনিবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ জানানো হয়, তার পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। অবশ্য রিপোর্ট আসার আগে থেকেই সিভিল সার্জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডা. মুহাম্মদ ইমতিয়াজ।
এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়েদুল ইসলাম করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনিও আইসোলেশনে আছেন।
এদিকে, সিভিল সার্জন করোনায় আক্রান্ত হওয়ায় তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আসাদুজ্জামান।
ড. ইমতিয়াজের বিষয়ে তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এর পর অসুস্থতা বোধ করায় দুই দিন আগে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ দুপুরে রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানায় সংস্থাটি।
মো. আসাদুজ্জামান আরো বলেন, রিপোর্ট পাওয়ার পরই তিনি আইসোলেশনে চলে গেছেন। তার অবস্থা স্বাভাবিক আছে।
আজ শনিবার পর্যন্ত দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৮২ জন। মারা গেছে ৩০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৩৬ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman