

কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ রাজ্জাক খান বলেন, ইতিমধ্যে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তাদের তৈরি ভেন্টিলেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে। তারা গুড বলেছেন। এছাড়া ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালেও এর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, দুয়েকদিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে উৎপাদনের অনুমতি চাওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতির পর সরঞ্জাম প্রাপ্তি সাপেক্ষে আমরা দিনে ১০০টির মতো ভেন্টিলেটর তৈরি করতে পারবো।
একেকটির খরচ পড়বে এক লাখ টাকার কাছাকাছি। বাজারে এগুলোর মূল্য চার-পাঁচ লাখ টাকা।
চীন থেকে প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল আনা হচ্ছে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ভেন্টিলেটরের এই নকশা দিয়েছে।
শুরুতে তারা শুধু সরকারকেই দেবেন। পরে বাণিজ্যিকভাবে বাজারজাতের চিন্তা রয়েছে। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বিষয়টি আমাদের দেশের জন্য মাইলফলক।
চিকিৎসা সরঞ্জাম তৈরির আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেডট্রনিকের কাছ থেকে গত ৩১ মার্চ ভেন্টিলেটরের পেটেন্ট, নকশা ও সোর্স কোড গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর চিকিৎসায় কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের প্রয়োজন হয়। ভেন্টিলেটর দিয়ে সেই কাজটি করা হয়।
মিনিস্টার হাইটেক পার্ক মিনিস্টার ব্র্যান্ডের টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য তৈরি করে। মাইওয়ান ব্র্যান্ডের পণ্যও তাদের। মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের অঙ্গ প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman