

Not specific
Full-time
খুলনা, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট
# সকল পদের বয়স: ১৮ থেকে ৩৫বছর। আবেদন পত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সনদপত্র / নম্বরপত্রের ফটোকপি এবং NID/ জন্ম সনদের ফটোকপি যুক্ত করতে হবে।
# আবেদনকারীগণ পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা ০১৩০১৯৭৯৯১৮ নম্বরে ডাক বিভাগের ‘নগদ’ অথবা বিকাশের Send Money এর মাধ্যমে প্রদান করে ট্রানজেকশন আইডি ও ফি প্রদানকারী নম্বর আবেদন ফরমের নির্ধারিত স্থানে লিখবেন।
বিঃ দ্রঃ
১) সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বতন্ত্র পরীক্ষার মাধ্যমে যোগ্যদেরকে নিয়োগ দেয়া হবে। তদবিরের মাধ্যমে চাকরি পেতে আগ্রহীরা আবেদন করবেন না।
২) ইতঃপূর্বে যে সকল প্রার্থী অত্র প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারেন নাই তাদের আবেদন করার প্রয়োজন নাই।
লিখিত পরীক্ষার সিলেবাস : পূর্ণমান: ৫০
বাংলা: ২০ (SSC মানের)
ইংলিশ: ১০ (চিঠি/অনুচ্ছেদ)
সাধারণ জ্ঞান: ২০ (১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস)
বিস্তরিত জানতে : research-reform.org
ফোন : ০১৩১২-৯৪৯৩৭৫
প্রধান নির্বাহী কর্মকর্তা
সমাজ গবেষণা ও সংস্কার কেন্দ্র রাজশাহী।
২৩৫/২ মতিহার থানা রোড,
কাজলা, রাজশাহী।
আগ্রহীগণ ২৩/০৪/২০২০ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট research-reform.org (Social Research & Reformation Center, Rajshahi) এর মাধ্যমে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
Application Deadline : April 23, 2020
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman