রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ৯:৪২ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ৯:৪২ ) 
Ctgdailynews

হামের টিকা থেকে বঞ্চিত হতে পারে ১১ কোটি শিশু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাস লকডাউনের কারণে বিশ্বব্যাপী এ বছর প্রায় ১১ কোটি ৭০ লাখ শিশু হামের টিকা থেকে বঞ্চিত হতে পারে। ফলে বিশ্বে হামে মৃত্যুর পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পরে ২৪টি দেশে ইতোমধ্যে হামের টিকা কার্যক্রম বন্ধ রয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ডাব্লিউএইচও।

হামের টিকা কর্মসূচি স্থগিত হওয়ার বিষয়টি খুব শিগগির আরো ১৩টি দেশে ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘৫০ বছরেরও বেশি সময় ধরে নিরাপদ ও কার্যকর টিকা থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে হামের ঘটনা বেড়েছে এবং ২০১৮ সালে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ এতে মারা গেছে, যাদের বেশিরভাগ বাচ্চা এবং শিশু- এই সবগুলো মৃত্যুই প্রতিরোধযোগ্য ছিল।’

ইউনিসেফের টিকা কর্মসূচির গ্লোবাল চিফ ডা. রবিন নন্দি গত মাসে টেলিগ্রাফকে বলেছেন, করোনাভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগের কারণে জাতিসংঘের সংস্থাটি তাদের টিকা কর্মসূচিতে বিরতি দিয়েছে।

টেলিগ্রাফকে ডা. নন্দি জানান, ‘আমরা টিকাদান কর্মসূচির মাধ্যমে কোভিড-১৯ সমস্যায় অবদান রাখতে চাই না। সুতরাং আমরা সুপারিশ করেছি যে, অনেক লোক একত্রিত না করার কারণে সকল কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হবে।’

তিনি আরো বলেছেন, ‘সরকার যখন বন্ধের নির্দেশ দিচ্ছে তখন আমাদের পক্ষে টিকা কর্মসূচি সুপারিশ করা অনুচিত হবে। কারণ সঠিক সময়ে এটি পরিচালনা করা অসম্ভব হবে।’

ডাব্লিউএইচওর লক্ষ্য ছিল ২০২০ সাল নাগাদ ইউরোপ থেকে পুরোপুরি হাম নির্মূল করার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই টিকা দেওয়ার হার কমার কারণে রোগটি পুনরুত্থিত হয়েছে। কিছু দেশে এই রোগে মৃত্যুহার সাম্প্রতিক সময়ে বেড়েছে।

ডাব্লিউএইচও করোনাভাইরাস মহামারিজনিত কারণে হামের টিকা বঞ্চিত হবে এমন সকল শিশুদের ট্র্যাকিং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সরকারদের প্রতি আহ্বান জানিয়েছে। যেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব হামের টিকা সরবরাহ নিশ্চিত করতে পারে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print