

স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষিত হওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে অভিযোগ, বিপুল অংকের ঘুষ দিয়ে তারা বিশ্বকাপের আয়োজক হয়েছে। এবার একধাপ এগিয়ে কাতারের কাছ থেকে আয়োজক স্বত্ব কেড়ে নিয়ে তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়ার কথা বলছেন সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার।
জার্মানির সাপ্তাহিক ক্রীড়া ম্যাগাজিন ‘স্পোর্ট বিল্ড’কে ব্ল্যাটার বলেন, ‘যুক্তরাষ্ট্র চাইলে ২০২৬ এর বদলে এটা (২০২২ বিশ্বকাপ আয়োজন) করতে পারে। তাদের সামর্থ্য আছে, এটা এমন কোনো রকেট সাইন্স নয়! জাপানও পারে। তারা ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য বিডও করেছিল।’শুধু যুক্তরাষ্ট্র কিংবা জাপান নয়, ব্ল্যাটার মনে করেন জার্মানি কিংবা ইউরোপের কোনো দেশের পক্ষেও ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়া সম্ভব।
এদিকে কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘বছরের পর বছর ধরে ভুয়া দাবি তোলা হলেও কাতার অনৈতিকভাবে ২০২২ বিশ্বকাপের আয়োজনের স্বত্ব পেয়েছে বা ফিফার কঠোর বিডিংয়ের নিয়ম ভাঙার ফন্দি করেছে, এমন কোনো প্রমাণ কখনও পাওয়া যায়নি।২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণে সকল নিয়ম দৃঢ়ভাবে মানা হয়েছে জানিয়ে কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগাসি (এসসি) জানিয়েছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং এসব কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman