

বাংলাদেশ মিশন জেদ্দায় কর্মরত কাউন্সিলর (লেবার) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত কর্মকর্তার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জানা গেছে, জেদ্দায় বাংলাদেশ মিশনের ওই কাউন্সিলর বাংলাদেশি ৪ হাজার শ্রমিককে করোনা ভাইরাস পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে তিনি মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন। সেখানেই তিনি করোনায় সংক্রমিত হন।
ড. মোমেন বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিকে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খাদ্য বিতরণ শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে কারফিউ শুরু হয়েছে গত ২৩ মার্চ থেকে। কারফিউর কারণে অভিবাসী বাংলাদেশিদের অনেকেই অর্থনৈতিক সংকটে পড়েছেন।
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের ফুড বাস্কেট বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।
রিয়াদের সমস্যাগ্রস্ত বাংলাদেশি অভিবাসীদের জন্য রাষ্ট্রদূতের নির্দেশক্রমে দূতাবাসের উদ্যোগে ফুড বাস্কেট বিতরণ শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। সকালে রিয়াদের বাথা এলাকায় ১০ জন অভিবাসী বাংলাদেশির হাতে এ ফুড বাস্কেট তুলে দেওয়া হয়।
এদিকে করোনাভাইরাস মহামারির কারণে তারাবিহ নামাজ ঘরে পড়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সর্বোচ্চ ধর্মীয় পরিষদের প্রধান ‘গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ বলেছেন, যদি করোনার প্রকোপ থাকে তাহলে তারাবিহ ও ঈদের নামাজ ঘরে আদায় করতে হবে।
সৌদির স্থানীয় দৈনিকের বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
গতকাল শুক্রবার এক প্রশ্নের জবাবে মুফতি আবদুলাজিজ আল-শেখ বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে করে যদি মসজিদে নামাজ আদায় করা না যায় তাহলে তারাবিহ নামাজ ঘরে পড়তে হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman