

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সর্বোচ্চ ওলামা পরিষদের সেক্রেটারিয়েট জেনারেল একটি বক্তব্যে জানান, সারাবিশ্বের মুসলিমদের উচিত এই ক্রান্তিকালে প্রত্যেকের দেশের লকডাউন ও করোনা প্রতিরোধ ব্যবস্থা মেনে নিজ নিজ বাসায় ইবাদত করে, ও সতর্ক থেকে সমগ্র মুসলিম জাতিকে আদর্শ হিসেবে তুলে ধরা। এছাড়াও সকল মুসলিমের উচিত নিজেদের ধর্ম ও ইবাদত সঠিকভাবে পালন করা, এবং সতর্ক থাকা যাতে করে কারো কোন ক্ষতি না হয়।
এছাড়াও সারাবিশ্বের মুসলিমদের আসন্ন রমজানে সেহরি এবং ইফতারের সময় যেকোন প্রকারের জনসমাগম না করার আহ্বান জানিয়েছে সর্বোচ্চ ওলামা পরিষদ। সকল ওয়াক্তের নামাজের পাশাপাশি সেহরি এবং ইফতার নিজ বাসস্থানে করার জন্য অনুরোধ করেছেন তারা।
করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই কয়েকমাস আগে থেকেই সৌদি আরবে বন্ধ করা হয়েছে উমরাহ হজ, এবং সেইসাথে বন্ধ করা হয়েছে মসজিদে নামাজ পড়া। এছাড়াও মক্কা, মদিনা, রিয়াদ ও জেদ্দা সহ সৌদি আরবের সকল গুরত্বপূর্ন শহরে চলছে ২৪ ঘন্টার কারফিউ, এবং বাকি সকল এলাকায় দুপুর ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিশেষ কারফিউ জারি রয়েছে।
এখন পর্যন্ত হজের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি সৌদি সর্বোচ্চ ওলামা পরিষদ ও সৌদি সরকার, তবে বিশেষজ্ঞরা ধারনা করছেন পরিস্থিতি যদি এরকম থাকে, তবে এবছর হজ না হবার সম্ভাবনাই বেশি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman