

সিডিএন ডেস্ক: সাজা হিসেবে ‘বেত্রাঘাত’ বিলোপ করছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ সংক্রান্ত আইনি নথিগুলো সংবাদমাধ্যমের হাতে এসেছে। সে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই সাজা বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৭ সালে সৌদি আরবের যুবরাজ হিসেবে মোহাম্মদ বিন সালমান নিয়োগ পাওয়ার পর থেকে তিনি দেশটিতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার কার্যক্রমে হাত দিয়েছেন। নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি মাঠে পুরুষের সঙ্গে বসে খেলা দেখা, সিনেমা দেখার ওপর নিষেধাজ্ঞা বাতিল করা হয়।
বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, চাকরিতে যোগদান, এমনকি অস্ত্রোপচার করার জন্যও আগে নারীদের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হতো। সেই বিধিও রদ করা হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে বাল্যবিবাহ ঠেকানোরও। তা সত্ত্বেও সেখানকার মানবাধিকার পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি।
এমন প্রেক্ষাপটে সৌদি আরবের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া সংস্কার উদ্যোগকে সম্প্রসারিত করতেই বেত্রাঘাত বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, বেত্রাঘাতের সাজার বদলে জরিমানা ও কারাদণ্ডের বিধান জারি করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman