

সিডিএন ডেস্ক: রাষ্ট্র সমর্থিত হংকং টিভি দাবি করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মারা গেছেন। টিভি চ্যানেলটির উপপরিচালক এ খবর নিশ্চিত করেছেন। এইচকেএসটিভি হংকং স্যাটেলাইট টেলিভিশনের একজন উপপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে তার এক কোটি ৫০ লাখ অনুসারীকে জানিয়েছেন ‘নিরেট উৎস’ থেকে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। গুজব রয়েছে কিম জং উনের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। কেউ বলছেন, অন্য অসুস্থতায় মারা গেছেন। তবে কোন ধরনের অসুস্থতায় কিমের মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করেন নি। টেলিভিশন চ্যানেলটির ওই উপপরিচালক চীনের পররাষ্ট্রমন্ত্রীর একজন ভাতিজি। তবে কিম জং উন করোনা ভাইরাসে সংক্রমিত এবং এ জন্য তাকে চিকিৎসা দিতে চীন মেডিকেল টিম পাঠিয়েছে।
ফলে কিম জং উনের মৃত্যুর এ খবর নিরপেক্ষ অন্য কোনো মাধ্যম থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না। গত ১৫ই এপ্রিল থেকে তাকে নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। ওইদিন ছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের জন্মদিন। এ উপলক্ষে সেখানে আয়োজন করা হয় অনুষ্ঠান। সেখানে একরকম বাধ্যতামুলক ক্ষমতাসীন নেতার উপস্থিতি। কিন্তু এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিম জং উন। ওই সময় থেকেই নানা রকম গুঞ্জন শুরু হয়। এরই মধ্যে গুজব রটে যায় তার হার্টের অপারেশন করা হয়েছে। তিনি একটি ভিলায় অবস্থান করছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এমন অবস্থায় তার চিকিৎসায় চীন মেডিকেল টিম পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার শুভ কামনা জানিয়েছেন।
সুত্র – মানবজমিন
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman