

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শনিবার থেকে চালু হয়েছে করোনা পরীক্ষার দ্বিতীয় পিসিআর ল্যাব। এর প্রায় একমাস আগে চট্টগ্রামে প্রথম পিসিআর ল্যাব চালু হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)।
সিভাসু কর্তৃপক্ষ জানায়, পিসিআর ল্যাব চালু করতে গত ৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ল্যাব প্রস্তুতের কাজ শুরু করে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ৬টি পিসিআর মেশিন থাকলেও আপাতত একটি মেশিনে নমুনা পরীক্ষার কার্যক্রম চালানো হবে। ৬ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক এই কার্যক্রমে প্রত্যক্ষভাবে যুক্ত থাকবেন।
আপাতত প্রতিদিন একশ নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়ে ল্যাব চালু করার কথা জানিয়েছেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী।
তিনি বলেন, প্রাথমিকভাবে বিআইটিআইডি থেকে আমরা ৪৮০টি কিট পেয়েছি। এখন যা নমুনা পাবো আমরা তাই পরীক্ষা করবো। নমুনা পরীক্ষা করে বিআইটিআইডিতে পাঠিয়ে দেব। সেখান থেকে ফলাফল জানানো হবে।
গত বৃহস্পতিবার বিকালে সিভাসুতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman