রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ৮:১৮ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ৮:১৮ ) 
chittagong

মালয়েশিয়ায় খুলে গেলো বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে গত ১৮ মার্চ থেকে সমগ্র মালয়েশিয়া জুড়ে চলছে টানা লকডাউন তৃতীয় মেয়াদে লকডাউনের মেয়াদ বাড়ানোর পর যা শেষ হওয়ার কথা ছিল বুধবার (২৯ এপ্রিল)।

কিন্তু গত ২৩ এপ্রিল পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীর উদ্যেশে দেওয়া ভাষণে তা আরেক দফা বাড়িয়ে আগামী ১২ মে বর্ধিত করেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

টানা একমাসের অধিক চলা লকডাউনে দেশটির সকল ব্যবস্যা প্রতিষ্ঠান এখন বন্ধ। ফলে জনজীবন এখন অনেকটা হাঁসফাঁস অবস্থা। এর মাঝেই মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি আজমিন আলী দিলেন কিছুটা স্বস্তির খবর।

দেশটিতে করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়ায় চলমান নিয়ন্ত্রণ আদেশ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) কারণে এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি পেয়েছে বুধবার (২৯ এপ্রিল) থেকে।

আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি আজমিন আলী বলেন, বুধবার (২৯ এপ্রিল) থেকে চলাচল নিয়ন্ত্রণ আদেশের (এমসিও) এক থেকে তিন পর্যায়ে অর্ধক্ষমতাতে পরিচালনা করার অনুমতি দেওয়া অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে পুরোপুরি ব্যবসা করার অনুমতি দেয়া হয়েছে। এই সংস্থাগুলি অবশ্যই তাদের নিজ নিজ খাতে প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে হবে এবং যারা এটি করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে তাত্ক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে অনুমোদিত হয়েছে তাদের আবেদন করার দরকার নেই। যদিও সরকার কিছুটা শিথিলতার অনুমতি দিয়েছে, ব্যবসায়ীদের সামাজিক দূরত্বের নিয়ম এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণের নির্দেশিকা অনুসরণ করে এখনও তা মেনে চলতে হবে।

আজমিনের মতে, আলোচনার পরেই অর্থনৈতিক কাউন্সিল (ইএসি) গত সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সাথে অর্থনৈতিক সঙ্কট ও সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা করেছে।

তিনি বলেন, জাতীয় সুরক্ষা কাউন্সিলের (এনএসসি) বৈঠকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা অন্তর্ভুক্ত ছিলেন, যে অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে যে কোনও সময় সীমাবদ্ধতা ছাড়াই পুরো ক্ষমতার সাথে পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল। গত সোমবার (২৭ এপ্রিল) ইএসি সর্বশেষ অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতির পাশাপাশি সুস্থতার মূল্যায়ন করার জন্য আহ্বান করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজমিন বলেন, বৈঠকে সামগ্রিক অর্থনৈতিক সরবরাহ চেইন “পুনরায় চালু ও পুনরুদ্ধার” করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যা ব্যবসায়ের “পুরোপুরি পরিচালনা করতে, ক্ষতিগ্রস্থ স্টকগুলি পুনর্নির্মাণ করতে, পাশাপাশি গ্রাহকদের পরিষেবা ও পণ্য সরবরাহের দক্ষতা অর্জন” করতে সহায়তা করবে।

এই উদ্যোগের মাধ্যমে সরকার দেশী-বিদেশী উভয় দাবি পূরণে বিশেষত ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের (এসএমই) উপর পণ্য ও পরিষেবাদি সরবরাহের শৃঙ্খলা পুনঃজীবিত করার প্রত্যাশা করেছে। যার কারণে মালয়েশিয়া অর্থনৈতিক অবস্থা মজবুত হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক সফলতা অর্জন করেছে ইতিমধ্যেই সেদেশে সুস্থতার হার ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print