রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ৯:৪১ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ৯:৪১ ) 
Ctgdailynews

টেস্ট ও টি-২০ শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া

নয়া দিল্লি (সিডিএন) : টেস্টে ভারতকে এবং টি-২০ ক্রিকেটে পাকিস্তানকে হটিয়ে আইসিসি এর শীর্ষ স্থান দখল করেছে অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) আজ নতুন র‌্যাংকিং প্রকাশ করে।

টেস্টে ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তৃতীয়স্থানে নেমে গেল ভারত। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। করোনাভাইরাসের কারনে বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটই স্থগিত রয়েছে। ২০১৬ সালের অক্টোবর থেকে টেস্টে শীর্ষস্থানে ছিলো ভারত। অবশ্য নয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শীপে শীর্ষে রয়েছে বিরাট কোহলির ভারত। ৭১ বছর সাধনার পর ২০১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ভারত। কিন্তু এরপর থেকে আর কোন সিরিজ হারেনি অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ ২-২ সমতায় শেষ করতে বড় ভূমিকা রাখেন বল বিকৃতির কারনে নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। করোনাভাইরাসের আগে অধিনায়ক টিম পাইনের নেতৃত্বে দেশের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দুর্দান্ত এক মৌসুম পার করেছে অস্ট্রেলিয়া।

তবে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, স্বাভাবিকভাবেই তার দলের লক্ষ্য হচ্ছে ভারতের মাটিতে ভারতকে হারানো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ল্যাঙ্গার বলেন, ‘কোচ হিসেবে আমার প্রথম সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম, যদি আমরা ভারতের মাটিতে তাদের হারাতে পারি, তবে আমরা দুর্দান্ত দল হয়ে উঠবো।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি ভারতকে হারানো খুবই কঠিন। তবে সত্যিকারার্থেই আমরা র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটির যোগ্যতা রাখি।’ চলতি বছরের শেষে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সুচি রয়েছে। তবে ২০২২ সালের আগে অস্ট্রেলিয়া দলের ভারত সফরের কোন সুচি নেই। গবচেয়ে বেশি আট পয়েন্ট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে শ্রীলংকার নীচে অবস্থান করতে তারা। প্রোটিয়ারা এখন রয়েছে ষষ্ঠস্থানে। ইংল্যান্ড রয়েছে চতুর্থস্থানে। ওয়ানডে র‌্যাংকিংএ শীর্ষে রয়েছে ইংল্যান্ড।

এরপরের দু’স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও নিউজিল্যান্ড। এ দিকে সংক্ষিপ্ত ভার্সনে দীর্ঘ ২৭ মাস পর র‌্যাংকিংএর শীর্ষ স্থান হারালো পাকিস্তান। টেস্টের মত টি-২০তেও শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া।

২০১১ সালে টি-২০ র‌্যাংকিং শুরু হবার পর প্রথমবারের মত শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া। শীর্ষস্থান হারিয়ে চতুর্থস্থানে নেমে গেল পাকিস্তান। ইংল্যান্ড উঠলো দ্বিতীয়স্থানে। ভারত রয়েছে তৃতীয়স্থানে। মহামারীর কারনে বিলম্ব না হলে আগামী অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print