

সিডিএন ডেস্ক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) করোনা পরীক্ষার ত্রুটিপূর্ণ মেশিনটি খুলে নিয়ে গেছে সরবরাহকারী প্রতিষ্ঠান। আগামী মঙ্গলবার (৫ মে) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও মেশিন স্থাপনের পর ক্যালিব্রেশন (মেশিন পরীক্ষার করার একটি পদ্ধতি) করার সময় ত্রুটি ধরা পড়ে।
গত ২০ এপ্রিল করোনা পরীক্ষার জন্য চমেকে আরটি-পিসিআর মেশিন আনা হয়। পরে আজ রোববার (৩ মে) সকালে মেশিনটি খুলে নিয়ে যায় সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিস ম্যানেজম্যান্ট করপোরেশন। মেশিন ‘আরটি-পিসিআর’ স্থাপনের পর ত্রুটি ধরা পড়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে চমেকে করোনা পরীক্ষা।
চমেক’র অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান গনমাধ্যমকে বলেন, ক্যালিব্রেশন করতে গিয়ে মেশিনে বড়সড় ত্রুটি ধরা পড়েছে। তাই মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান মেশিনটি ঢাকায় নিয়ে গেছেন। তারা নতুন একটি মেশিন সরবরাহ করবেন অথবা মেশিনটির ত্রুটি সারিয়ে দেবেন। এ পুরো প্রক্রিয়া শেষ করে আবারও মেশিন স্থাপন করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা পরীক্ষায় দুটি ল্যাব চালু রয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে করোনা ল্যাব চালু হলে চট্টগ্রামে তৈরি হওয়া নমুনাজট কমবে। এছাড়া রোগীদের দুর্ভোগও অনেকটাই হ্রাস পাবে বলে মত সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman