

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) করোনা পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কেটে যাচ্ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে ধারে পিসিআর মেশিন এনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) দ্রুত করোনা পরীক্ষা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল করোনা পরীক্ষার জন্য এই চমেকে পিসিআর মেশিন আনা হয়েছিল। ওই মেশিনে ত্রুটি ধরা পড়ায় সেটি খুলে রোববার (৩ মে) সকালে ঢাকায় নিয়ে যায় সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিস ম্যানেজম্যান্ট করপোরেশন। এতে অনিশ্চিত হয়ে পড়ে চমেকে করোনা পরীক্ষা।
এ প্রেক্ষিতে আজ সোমবার চমেকে করোনা পরীক্ষা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কাটাতে এগিয়ে আসেন চট্টগ্রামের সন্তান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশকে চমেকে একটি পিসিআর মেশিন স্থাপন করে দেয়ার অনুরোধ জানান।
উপাচার্য সম্মত হয়ে আগামীকাল মঙ্গলবার মেশিনটি স্থাপন করে দেয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। এরমধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও চমেকে মেশিন স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন সিভাসুর উপাচার্যকে।
সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ গনমাধ্যমকে বলেন, করোনা পরীক্ষার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকা একটি পিসিআর মেশিন চমেক মাইক্রোবায়োলজী বিভাগে স্থাপনের জন্য দেয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে দুইদিনের মধ্যেই পরীক্ষা শুরু করা যাবে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ গনমাধ্যমকে বলেন, সিভাসু থেকে পিসিআর মেশিন এনে চমেকে স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দুই একদিনের মধ্যে মেশিনটি স্থাপন করা হবে। এর সঙ্গে ত্রুটি সারানো মেশিনটি যুক্ত করা হলে করোনার নমুনা পরীক্ষায় আরও গতিশীলতা আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman