

সিডিএন ডেস্ক : সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত ১হাজার ৬৮৭ জন। সেই সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরো ৯ জন।এবং একদিনে রেকর্ড আক্রান্ত থেকে সুস্থ হয়েছে ১৩৫২ জন।
সূত্রঃ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সৌদি আরবের সরকারী বিমান সংস্থা সৌদিয়া জুন মাসে তাদের অভ্যন্তরীন ফ্লাইট চালু করবে না বলে নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার বিভিন্ন সৌদি গণমাধ্যম জুন মাসে সৌদিয়া অভ্যন্তরীন ফ্লাইট চালু করবে বলে জানিয়ে ছিল যা সৌদিয়া নিশ্চিত করেছে সঠিক নয় বলে। সূত্র : সৌদি গেজেট।
জুনে অভ্যন্তরীন ফ্লাইট চালু নিয়ে যা বললো সৌদিয়া এ ব্যাপারে তাদের অফিশিয়াল টুইটার প্রোফাইল থেকে একটি টুইট করে সৌদিয়া। সেখানে লেখা ছিল –
অভ্যন্তরীন ফ্লাইট এখনি চালু করছে না সৌদিয়া। আমরা এ ব্যাপারে সকলকে নিশ্চিত করছি যে ইতিমধ্যে বিভিন্ন সৌদি গণমাধ্যমে জুন মাসে সৌদিয়ার ফ্লাইট চালু করা নিয়ে যে সকল সংবাদ ছাপা হয়েছে সে সকল সংবাদ সত্য নয়। সৌদিয়ার ফ্লাইট চালুর ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত যথাসময়ে নিবে সৌদিয়া কর্তৃপক্ষ।
এর আগে গত সোমবার বিভিন্ন গণমাধ্যমে সৌদিয়ার ওয়েবসাইটে ১ জুন থেকে অভ্যন্তরীন ফ্লাইট বুকিং দেওয়া যাচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছিল।গত রবিবার সৌদি আরব সরকার দেশের সকল অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তি ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়।কোভিড-১৯ মহামারী রোধে এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
সুত্র – ডাকঘর
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman