

রাজস্থান (সিডিএন ডেস্ক) : করোনা সংক্রমণের কারণে সারাবিশ্ব কার্যত অচল হয়ে পড়েছে। যার কারণে বন্ধ রয়েছে সবধরণের জনসমাগম। এমনকি বন্ধ ঘোষণা করা হয়েছে বিয়ে, আকিকার মতো অনুষ্ঠানগুলোও। যার কারণে বিকল্প পথ খুঁজছে সাধারণ মানুষ। এরই মধ্যে ভারতে বিভিন্ন স্থানে অনলাইনে বিয়ের কার্যক্রম শুরু করা হয়েছে।
সম্প্রতি এমনই কয়েকটি বিয়ে অনুষ্ঠানের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। যেখানে দেখা যায়, ধান, দূর্বা, প্রদীপ, চন্দন, পান, সুপারি-সবই আছে। আছেন পুরোহিত আর অতিথিরাও। তবে নিজ-নিজ বাড়িতে। সব আচার-অনুষ্ঠান শেষ হচ্ছে অনলাইনে, জুম অ্যাপে!
লকডাউনের সময় ভারতের এমন বিয়ের প্রচলন গণমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। দেশটির একাধিক পত্রিকা ঘেঁটে দেখা গেছে আবহমানকাল ধরে চলে আসা রীতি অনুসরণ করে দিব্যি অনলাইনে বিয়ে সারছেন পুরোহিতরা।
পুরোহিত নিজ বাড়িতে বসে মন্ত্র পড়ছেন। মেয়ে-ছেলে তাদের বাড়িতে অগ্নিকে সাক্ষী রেখে সেই মন্ত্র উচ্চারণ করছেন। আত্মীয়-স্বজনেরা নিজেদের বাড়িতে বসে ভিডিও কলে অংশ নিচ্ছেন।
ভারতে প্রতি বছর প্রায় ১ কোটি হিন্দু তরুণ-তরুণীর বিয়ে হয়। সনাতন ধর্মের রীতি অনুযায়ী বেশ আগে থেকে বিয়ের দিনক্ষণ ঠিক করা থাকে। এবার লকডাউনের কারণে সেই ঠিক করে রাখা দিনক্ষণ নিয়েই তৈরি হয়েছে বিপত্তি।
২৬ বছর বয়সী ডেটা বিশ্লেষক হরিপদ ১৯ এপ্রিল বিয়ের পর এএফপিকে বলেন, ‘প্রায় ১০০ অতিথি আমাদের বিয়েতে অংশ নেন। ফেইসবুকে ভিডিও শেয়ারের পর একসঙ্গে ১৬ হাজার মানুষ তা দেখেছে।’
তবে সমস্যা বাধে অন্য জায়গায়। কিছু বয়স্ক আত্মীয়-স্বজন ভিডিও কলে বিয়ে দেখার সময় ভুল করে নানা ধরনের ইমোজি সেট করে ফেলছিলেন! কেউ আবার হঠাৎ-হঠাৎ নাই হয়ে যাচ্ছিলেন।
ভারতের রাজস্থান সরকার জানিয়েছে, এই মৌসুমে সেখানে ২৬ হাজার বিয়ে স্থগিত করা হয়েছে। কয়েক হাজার আবার অনলাইনে সেরে ফেলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman