

কক্সবাজার (সিডিএন ডেস্ক) : কক্সবাজারের ল্যাবে নতুন পরীক্ষা করা ১৮৭ জনের মধ্যে ১৩ ব্যক্তির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজার জেলায় নতুন শনাক্ত হয়েছে ১১ জন। অপর ২ জন বান্দরবান জেলার।
কক্সবাজার জেলায় নতুন আক্রান্তের মধ্যে পেকুয়ায় ২, চকরিয়ায় ৫ , সদরে ১ , কুতুবদিয়ায় ১ , এবং উখিয়ায় ১ জন রয়েছেন। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হল ১০১ জন।
আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, রোববার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৭ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর ১৩ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
অপর ১৭৪ জন নেগেটিভ রয়েছে। ফলে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ১০১ জনই শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
গত ৪০ দিনে মোট ২৮১৬ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস নমুনা টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে।
তারমধ্যে ১১০ জনের রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে মহেশখালীতে ১২, টেকনাফে ৬, উখিয়ায় ৯ , রামুতে ৩, চকরিয়ায় ৩০, কক্সবাজার সদরে ২৪ ,কুতুবদিয়ায় ১ এবং পেকুয়ায় ১৬ জন। অপর ৯ জনের ৮ জন বান্দরবান জেলার এবং একজন চট্টগামের লোহাগাড়ার।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman