

ডেস্ক রিপোর্ট : চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসায়িক কাজে গিয়ে ল’কডা’উনে মালয়শিয়ায় আ’টকা প’ড়ে থাকা ১৫৮ জন বাংলাদেশি বুধবার দেশে ফি’রছেন।করো’না ম’হামা’রী চলাকা’লীন সময়ে মালয়েশিয়াতে আ’টকে প’ড়া বাংলাদেশিদের এটিই প্রথম উদ্যো’গ। একটি মৃ’তদেহসহ ১৫৮ জন বাংলাদেশিকে নিয়ে বিমানটি বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশে পৌঁ’ছবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমি’শন এবং বেসাম’রিক বিমান চ’লাচল কর্তৃপ’ক্ষের সহায়’তায় গ্রীন ডেল্টা ইনসুরেন্সের সহযো’গী প্রতিষ্ঠান-জিডি অ্যাসিস্ট এই উ’দ্যোগ নিয়েছে।
জিডি অ্যাসিস্টের ব্যবস্থা’পনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, ‘জিডি অ্যাসিস্ট গ’র্বিত যে এই ক’রোনা-বিড়ম্বনা’র সময়কা’লে আ’টকা থাকা বাংলাদেশিদের দেশে ফি’রিয়ে আনায় তাদের প্রচে’ষ্টা চা’লিয়ে যেতে স’ক্ষম হয়েছে।’
তিনি বলেন, আ’টকা প’ড়া বাংলাদেশিদের ফি’রিয়ে আন’তে সংশ্লিষ্ট কর্তৃপ’ক্ষে’র অনুমো’দনের পরে জিডি অ্যাসিস্ট কুয়ালালামপুরের দুটি বি’খ্যাত হাসপাতালে সম’স্ত যাত্রীদের ক’ভিড-১৯ স্ক্রিনিং পরী’ক্ষা করার ব্যবস্থা করেছিল।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman