

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে প্রতিনিধি নাছির হত্যা মামলার মূল আসামি শওকত হোসেন ওরপে চইল্যা (৪৫) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে উপজেলার চরণদ্বীপ বড়ুয়া পাড়া সংলগ্ন বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ১০টি কার্তুজের খোসা একটি রামদা ও একটি চাকু উদ্ধার করে।
পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নাছির হত্যায় জড়িত আরো দু’জনকে আটক করা হয়।
পুলিশের দাবি- গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত নাছির উদ্দিন হত্যা মামলার মূল আসামি শওকত হোসেন ওরপে চইল্যার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তাকে নিয়ে চরণদ্বীপ এলাকায় যাওয়ার পথে রোববার রাতে বড়ুয়াপাড়া সংলগ্ন বালুর মাঠ এলাকায় চইল্যার সহযোগিরা ভারী অস্ত্র-সস্ত্রে সজ্জ্বিত হয়ে পুলিশের উপর হামলা চালায় এবং সন্ত্রাসী চইল্যাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে।।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী শওকত হোসেন ওরপে চইল্যাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, ১০টি কার্তুজের খোসা একটি রামদা একটি চাকু উদ্ধার করা হয়। নিহত শওকত হোসেন একই এলাকার হাছি মিয়ার পুত্র।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman