

চট্টগ্রাম প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্ফানের কারণে দু’দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।
বৃহস্পতিবার সকাল থেকে বর্হিনোঙ্গর থেকে ভিড়তে শুরু করে পণ্যবাহী জাহাজ। সকাল থেকে বন্দর জেটি ও ইয়ার্ডে পণ্য উঠানামাও শুরু হয়েছে। তবে এখনো সাগর উত্তাল থাকায় বহিনোঙ্গরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রশাসন জাফর আলম জানান, এখন বঙ্গোপসাগরের কুতুবদিয়া, সেন্টমার্টিন, কক্সবাজারসহ গভীর সাগর এবং বহিনোঙ্গরে এখন ৯৯টি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজ ক্রমান্বয়ে বন্দরে প্রবেশ করবে।
আম্ফানের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় বন্দরের নিজস্ব সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট -৪’ জারির পর গত মঙ্গলবার থেকে বন্দরে সব ধরণের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।
এদিকে আবহাওয়া বিভাগ চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman