

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জীব বিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগার করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরনে নমুনা পরীক্ষা করার অনুমতি পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এক দাপ্তরিক আদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বিষয়টি জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ শনাক্তকরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদফতর থেকে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালুর অনুমতি দেয়া হয়। কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয় কিটস এবং লজিষ্টিক স্বাস্থ্য অধিদফতর হতে সরবরাহ করা হবে। শনাক্তকরণের পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডিএইচআইএস-২-এ প্রেরণ করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরনের জন্য নমুনা পরীক্ষা করার অনুমতির স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পেয়েছি। ল্যাব চালুর কার্য্ক্রম চলছে। কখন করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হবে,সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এরআগে ২৫ মার্চ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে চট্টগ্রামের প্রথম করোনা পরীক্ষা শুরু হয়েছিল। গত ২৫ এপ্রিল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ল্যাব এবং ৯ মে চট্টগ্রাম মেডিকেল কলেজে তৃতীয় ল্যাব চালু করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman