

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে একজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নমূলক অভিযানের মুখে দেশটি থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জাতিগোষ্ঠীর কোনো ব্যক্তির এই প্রথম নভেল করোনাভাইরাসে মৃত্যু হলো।
মঙ্গলবার কক্সবাজার জেলার শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা তোহা ভুঁইয়া বলেন, ৭১ বছর বয়সী এই ব্যক্তি মারা গেছেন ৩১ মে। তবে আমরা গত রাতে নিশ্চিত হয়েছি কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
টেকনাফে সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কুতুপালংয়ে আশ্রয় নিয়েছিলেন ওই ব্যক্তি। ক্যাম্পটিতে অন্তত ৬ লাখ রোহিঙ্গা থাকেন।
কুতুপালংয়ে চিকিৎসা সেবা বিষয়ক দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স পরিচালিত একটি আইসোলেশন সেন্টারে ওই ব্যক্তি মারা যান এবং একই দিন ক্যাম্পেই তাকে কবর দেয়া হয় বলে জানা গেছে।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
তোহা ভুঁইয়া জানান, করোনা পরিস্থিতি নিয়ে ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছেন এবং এই মৃত্যুর বিষয়ে মানুষকে সতর্ক করার ব্যবস্থা নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman