সোমবার • ২৪শে নভেম্বর, ২০২৫ ইং • ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ১২:০৭ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
সোমবার • ২৪শে নভেম্বর, ২০২৫ ইং • ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ১২:০৭ ) 

ভবিষ্যতের চাহিদা পূরণে প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যতের চাহিদা পূরণে সরকার ফ্রন্টিয়ার (অত্যাধুনিক) প্রযুক্তিতে দক্ষ মানুষ তৈরি করছে। যারা প্রত্যেকেই আগামীতে ডিজিটাল বিপ্লবে নেতৃত্ব দেবেন।

শুক্রবার (৫ জুন) জুম অনলাইনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট এন্ড গ্রোথ অব দ্য আইটি-আইটিইএস ইন্ডস্ট্রি (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে ফ্রন্টিয়ার টেকনোলজির অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসর (বেসিস) সভাপতি আলমাস কবির বক্তব্য রাখেন।

এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ এফটিএফএল প্রশিক্ষণের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্রন্টিয়ার প্রযুক্তিতে দক্ষ মানুষেরাই হবেন ডিজিটাল বিপ্লবের নেতা। এজন্য চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটির মতো ফ্র্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ মানুষ তৈরি করছে।

পলক বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে একদিকে যেমন চ্যালেঞ্জ রয়েছে, অপরদিকে রয়েছে বিশাল সম্ভাবনা। আর এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতেই ফ্রন্টিয়ার টেকনোলজির উপর প্রশিক্ষণ শুরু করেছে।

তিনি আরও বলেন, আগামীতে অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষ মানুষের চাহিদা পূরণে সরকার শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (এসএইচআইএফটি) প্রতিষ্ঠা করছে। এ ইনস্টিটিউটটি চালু হলে প্রতিবছর ফ্রন্টিয়ার টেকনোলজিতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনশক্তি তৈরি হবে।

আইসিটি বিভাগের সচিব জিয়াউল আলম বলেন, করোনা মহামারির এই সময়েও তথ্যপ্রযুক্তি নির্ভর কার্যক্রম আরও চাঙ্গা হয়েছে। প্রায় ৭০০ জনের অনলাইনে এফটিএফএল প্রশিক্ষণ শুরু তার প্রমাণ।

এলআইসিটি প্রকল্পের ফাস্ট ট্রাক ফিউচার লিডার (এফটিএফএল) কর্মসূচির আওতায় ১১১০ জনকে ফ্রন্টিয়ার টেকনোলজিতে প্রশিক্ষণ প্রধান করছে। প্রথম ধাপে ৬৯০ জনেরর প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ২২টি আইটি প্রতিষ্ঠান ২২ টি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এ প্রশিক্ষণের বৈশিষ্ট্য হচ্ছে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারি সকলের কর্মসংস্থান হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print