

স্পোর্টস ডেস্ক : করোনা পরবর্তী সময়ে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সম্প্রতি নিরাপদে ক্রিকেটে ফেরাতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সেগুলো কার্যকর করার দায়িত্ব পুরোপুরিভাবে সংশ্লিষ্ট বোর্ড ও সরকারকে করতে হবে বলেও জানায় তারা।
সেই গাইডলাইনটি পাঠাকদের জন্য তুলে ধরা হলো :
প্রতিটি বোর্ডকে একজন করে প্রধান চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দিতে হবে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়রা অনুশীলন করছে কিনা, এটা নিশ্চিত করা প্রধান দায়িত্ব থাকবে এই চিকিৎসা কর্মকর্তার।
প্রতিটা সফরের আগে রাখতে হবে আইসোলেশন ক্যাম্প। পাশাপাশি খেলোয়াড়দের অনুশীলন ও ম্যাচের জন্য নিরাপদ ভেন্যু নিশ্চিত করতে হবে। সবখানেই খেলোয়াড়দের মধ্যে দেড় মিটার দূরত্ব রাখা বাধ্যতামূলক।
ম্যাচের সময়ে মাঠে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে। দুই ওভারের মাঝে খেলোয়াড়রা ক্যাপ, তোয়ালে, সোয়েটার; এ জাতীয় জিনিসপত্র আম্পায়ারের কাছে রাখতে পারবেন না। বল ধরার ক্ষেত্রে আম্পায়ারকে অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে।
ম্যাচ চালকালীন সময়ে কোনো ক্রিকেটার অসুস্থ কিংবা করনোভাইরাসের লক্ষণ দেখা দিলে ওই ম্যাচের সব ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হোম কোয়ারেন্টিন বা আইসোলেশনে থাকতে হবে।
দলকে সফর করতে অবশ্যই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে হবে, ফ্লাইটে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে হবে।
এদিকে, অনুশীলনের ক্ষেত্রেও দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। চারটি ধাপে অনুশীলন হবে বলে জানায় সংস্থাটি।
প্রথম ধাপে সবাইকে আলাদাভাবে অনুশীলন করতে হবে।
দ্বিতীয় ধাপে সামাজিক দূরত্ব মেনে দুজন মিলে অনুশীলন করতে পারবে। তৃতীয় ধাপে ১০ জনের কম খেলোয়াড় ও একজন কোচ মিলে অনুশীলন চালাতে পারবে।
চতুর্থ ও শেষ ধাপে সামাজিক দূরত্ব মেনে পুরো দল একসঙ্গে অনুশীলন করতে পারবে।
এছাড়া, ওয়ানডের ক্ষেত্রে ৬ সপ্তাহ, টি-টোয়েন্টির জন্য ৫ থেকে ৬ সপ্তাহ নিরাপদ দূরত্ব মেনে অনুশীলন করতে হবে বলেও জানায় আইসিসি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman