

চট্রগ্রাম প্রতিনিধি : নগরের প্রথম রেড জোন হিসেবে কড়া নজরদারির মধ্য দিয়ে লকডাউন শুরু হয়েছে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে।
রাত ১২টা ১ মিনিটে ওয়ার্ড কার্যালয়ে চসিকের কনট্রোল রুমে মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সেনাবাহিনী, নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লকডাউন শুরু হয়।
মেয়র আ জ ম নাসির উদ্দীন বলেন, চট্টগ্রামের রেড জোনগুলোর মধ্যে প্রথম উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর হলো। বিসিক শিল্প এলাকা বাদে পুরো ওয়ার্ডে বাইরের কেউ ঢুকতে পারবে না। অত্যাবশ্যকীয় যৌক্তিক কারণ ছাড়া কেউ বের হতে পারবে না। যদি পুলিশ সদস্য, ডাক্তার, নার্স, সাংবাদিক যারা লকডাউনে ছুটির বাইরে তাদের বাসা এ ওয়ার্ডে থাকে তবে পরিচয়পত্রসহ স্বাস্থ্যবিধি মেনে বের হতে পারবেন।
এখানে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশের টিম কঠোর নজরদারি করবেন।
কড়া নজরদারিতে রেড জোন কাট্টলীতে লকডাউন শুরু। শুধু ওষুধের দোকান নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে। নির্দিষ্ট রিকশাভ্যানে করে সবজি, মাছ ইত্যাদি বিক্রি করা হবে স্বাস্থ্যবিধি মেনে। হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিবে সেচ্ছাসেবীরা। ৫টি হটলাইন নম্বর (০৩১-৪৩১৫১৩৬৮, ০৩১-৪৩১৫১৩৬৯, ০৩১-৪৩১৫১৩৭০, ০৩১-৪৩১৫১৩৭১, ০৩১-৪৩১৫১৩৭২, মোবাইল ০১৮১৯-০৫৬৮৪৪, ০১৮১১-৮৮৭০৮৪) দিয়েছে, যাতে কল করে জানালে যৌক্তিক সময়ের মধ্যে জরুরি পণ্য পৌঁছানোর ব্যবস্থা করবেন স্বেচ্ছাসেবকরা। কোভিড, নন কোভিড রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে ।
নমুনা পরীক্ষাকে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে মেয়র বলেন, আমরা স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করেছি লকডাউনের ওয়ার্ডটিতে নমুনা সংগ্রহ বুথে বেশি মানুষের নমুনা সংগ্রহ করতে এবং দিনে দিনে যাতে রেজাল্ট দিয়ে দেওয়া হয়। তাহলে দ্রুত আইসোলেশনে পাঠানো যাবে পজেটিভ রোগীদের। আমাদের মূল লক্ষ্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ। যাতে এ মহামারীর বিস্তার না ঘটে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, উত্তর কাট্টলী ওয়ার্ডে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সিটি করপোরেশনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, লকডাউন চলাকালীন কেউ সরকারি নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বুধবার সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তর কাট্টলী এলাকায় মাঠে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman