

সিলেট প্রতিনিধি : সিলেটের ‘করোনা আইসোলেশন সেন্টার’ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথমবারের মতো করোনা রোগীর শরীরে প্লাজমা প্রয়োগ করা হয়েছে।
চিকিৎসকরা বুধবার দুপুরে করোনা আক্রান্ত একজন বয়স্ক নারীর শরীরে এটি প্রয়োগ করেন । প্লাজমা প্রদান করেন খলিলুর রহমান স্টালিন নামে এক জন সাংবাদিক।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুশান্ত মহাপাত্র জানান, বুধবার একজন রোগীকে প্রথমবারের মতো প্লাজমা প্রদান করা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনা থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্লাজমা সংগ্রহ করা হয়। পরে সেই প্লাজমা শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা রোগীর শরীরে দেওয়া হয়েছে।
জানা গেছে,রাজধানী ঢাকায় কর্মরত অবস্থায় খলিলুর রহমান করোনায় আক্রান্ত হন। মুগদা জেনারেল হাসপাতালে ১৯দিন চিকিৎসা শেষে গত ২২ মে তিনি করোনামুক্ত হন।
প্লাজমা প্রদান প্রসঙ্গে সাংবাদিক খলিলুর রহমান বলেন, ‘আল্লাহর রহমতে আমি সুস্থ্য হয়েছি। এখন আমার প্লাজমা দিয়ে যদি অন্য আরেক জন সুস্থ্য হয়, সেটা আমার জন্য আনন্দের। মানুষ হিসেবে মানুষের পাশে তো দাঁড়াতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman