

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ আওয়ামী লীগ নেতা।
খন্দকার মোশাররফ বলেন, ‘আমার নমুনা পরীক্ষা করা হয়েছিল। ফলাফল পজিটিভ এসেছে।’ তিনি সুস্থ আছেন এবং ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।
খন্দকার মোশাররফ হোসেনের মেয়ের জামাই ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাতও বিষয়টি নিশ্চিত করেছেন।
হাবিবে মিল্লাত বলেন, ‘এমনিতেই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার ফল পেয়েছি। তার (খন্দকার মোশাররফ হোসেন) পজিটিভ এসেছে। তার কোনো ধরনের উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারে আর কারও পজিটিভ আসেনি।’
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি ২০০৮ সালে প্রথমবারের মতো ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে টানা সংসদ সদস্য হিসেবে রয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার আগে ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই হন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman