

মাহমুদুর নুর নিশান : বাবা মানুষটা কে নিয়ে সারাদিন লিখলেও শেষ হবেনা। এই মানুষটার ব্যাখ্যা করা যাবেনা এক সমুদ্র পরিমাণ লিখলেও। জীবন দিয়ে হলেও শোধ করা যাবেনা বাবা নামের এই মানুষটার ঋণ। একটা মেয়ে সত্যিই তার বাবার কাছে রাজকন্যা। একজন বাবা তার সন্তানের জন্য যেভাবে অবদান রেখা যান তার চুলচেড়া বিশ্লেষণ কেউ কোনদিন বের করতে পারবেনা। কেউ একজন লিখে ছিলো, বাবাকে নিয়ে কি কবিতা লেখা যায়.? বাবা হলো রচনা স্বরূপ, দু’চার লাইনে কি প্রকাশ পায়।
সবশেষে আমার একটি কথা,
বাবা
তুমি তুলে ধরো বলেই স্বপ্ন দেখি বড় হবার…
ধন্যবাদ তোমায় !
গত বছর কাব্য সাহিত্য কৃতি উৎসবে বাবাকে নিয়ে নিজের আবেগ গুলো প্রকাশের মাধ্যমে এয়াকুব আলী হাই স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার শিলার লেখা টা তার থেকে সংগ্রহ করে হুবহু দেওয়া হলো।
বাবা
বাবা শব্দটি ছোট হলেও এর মানেটি অনেক গুরুতপূর্ণ। বাবা মানুষটি খুব ভালো অভিনেতা যদি বাবাদের অভিনয়ের জন্য পু্রষ্কার দেওয়া হতো পৃথিবীর সব বাবারা এই পুরষ্কার পেত বাবারা কখনো নিজেদের নিয়ে ভাবেন কিনা সন্দেহ আছে ছেলে মেয়ে আর পরিবারের সকলের খেয়াল রাখতে গিয়েই তাদের দিনটা শুরু হয় এবং রাতটা শেষ হয়। বাবারা সবকিছু সহ্য করে কিন্তু তবুও কখনো আমাদের কিছু বলে না এটাই ভেবে যে আমরা কষ্ট পাবো। সকাল থেকে রাত পযর্ন্ত কাজ করে দুপুরের খাড়া রৌদ্রে ক্লান্ত হয়ে যায় অনেক সময় তারা না খেয়ে অবিরাম পরিশ্রম করে তাদের আবার মানুষের কটু কথাও শুনতে হয় তবুও সবকিছু সহ্য করে কারণ আমাদের সপ্নগুলো পূরণ করাই তাদের লক্ষ্য। এই স্বপ্নগুলো পূরণের জন্য কতকিছু প্রতিদান দিতে হয় নিজের জুতো গুলো ছিড়ে গেলে তা বারবার সেলাই করে পরে কিন্তু আমাদের জুতোগুলো ছিড়লে পরেরদিন নতুন জুতো এনে দিবে।বাবার কাপড় কম থাকলে তাতে তার কিছু আশে যায় না আমাদের কাপড় একটু দাগ হলে নতুন কাপড় এনে দিবে। প্রত্যেকটি ঈদে নিজের জন্য সে কিছুই নিবে না কিন্তু ছেলেমেয়ের জন্য যতই কিনে তবুও তার কম মনে হয় না। আমাদেরকে মারলে বা রাগে কিছু বললে আমাদের থেকে সে বেশি কষ্ট পায়। ছোটবেলা থেকে হাত ধরে হাঁটা শেখায় বাবা। আমাদের জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে সবসময় প্রস্তুত থাকেন। নিজে মানুষ থেকে যতই কথা শোনেন কিন্তু তার সামনে আমাদেরকে কেউ কিছু বলতে পারবেন না। আমরা চাওয়ার আগেই আমাদের কি প্রয়োজন তা তিনি এনে দিবেন। প্রত্যোক ছেলে মেয়ে তার বাবার কাছে রাজপুএ আর রাজকন্যা।কিন্তু বাবা এতকিছু করেন ছেলেমেয়ের জন্য।বাবাদের বুঝা আসলেই খুব কঠিন তারা সবসময় ছেলেমেয়ের জন্য এত ব্যস্ত থাকেন যে নিজের কথা চিন্তা করার বা খেয়াল রাখার সময় পান না। বাবাদের জীবনে সবচেয়ে বড় খুশি হচ্ছে যখন তার ছেলে বা মেয়েটা তাকে বাবা বলে ডাকে। সব বাবারা যোদ্ধা জীবনে প্রতেকটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করে সন্তানের স্বপ্ন পূরণ করে। দিনশেষে তবুও তারা হাসিমুখে বলে তারা ভালো আছে। যখন আমরা দূর্বল হয়ে পরি হাল ছেড়ে দিই যখন আমাদের সামনে সব কিছু অন্ধকার তখন বাবা পাশে থাকে সাহস দেয় আমাদের অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য। বাবা তার সন্তানদের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকেন। অনেকে পরিবারে বাবারা বাবার দায়িত্বের সাথে সাথে মায়ের দায়িত্ব পালণ করেন তখন তারা ত্যাগ স্বীকার করে সন্তানদের লালন পালন করে মানুষ করেন তখন তারা সংগ্রামী এই সময় বাবা একজন বন্ধু একজন মা সঠিক পথ দেখানোর মানুষটাই বাবা। এই সব দায়িত্ব পালন করেও বাবা কখনও বলেন না ঊফ আর নিতে পারছি না, বরং হাসিমুখে বলেন ভাল আছি, বাবা সবকিছু দিয়ে চেষ্ঠা করেন যেন মায়ের অপূর্ণতা অনুভব না করে সন্তানরা অনেক সময় বাবাদের এতকিছু সহ্য করার পরও যখন আমরা বড় হয়ে যাই তখন আমাদের মধ্য অনেকেই বাবাদের কষ্ট দিই তাদের সাথে খারাপ আচরণ করি তবুও বাবারা অনেক ধৈর্যশীল তারা এই সবকিছু সয্য করে নেয় আমাদের কিছু বলে না। বাবা থাকতে আমরা তার কষ্ট বা মূল্য বুঝি না কিন্তু যেই ছেলেমেয়ে গুলো বাবার আদর পাইনি জানে না বাবার আদর কেমন হয় তারা শুধুমাএ একটু বাবার আদর পেতে কাতর হয় পড়ে বাবা ছাড়া আমরা অসহায় কারণ বাবার জায়গা কখনো কেউ নিতে পারে না সে ছাড়া আমাদের জীবনের সব আনন্দ অপূর্ণ। বাবা আমাদের ছোটবেলা থেকে আমাদের জন্য এতকিছু করার পরও আমাদের মধ্য অনেক সন্তান তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি তার একটু সেবা করতে আমাদের ক্লান্ত লাগে কিন্তু এতো কষ্ট করার পরও আমাদের জন্য কখনো ক্লান্ত হননি এটাই বাবাদের সবচেয়ে কষ্টের সময়। আমাদের দায়িত্ব তাদের সেবা করা তাদের পাশে থাকা যখন তাদের আমাদের প্রয়োজন ।
নামঃ শারমিন আক্তার শিলা
শ্রেণীঃ- ১০ম
স্কুলঃ আলহাজ্ব এয়াকুব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman