

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে বিকাশ কোম্পানির ৬১ লাখ টাকা নিয়ে এক অটোচালক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌরসভা সংলগ্ন ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক থেকে বিকাশ এজেন্ট আলমগীর হোসেনের কর্মী মাসুদ ৬১ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি একটি অটোরিকশাতে করে শহরের জোড়পুকুর পাড়ে আসেন। এ সময় ভুল করে তিনি অটোচালককে ভাড়া দিয়ে টাকার ব্যাগটি অটোতে রেখেই চলে যান। পরে অটোচালক গাড়িটি নিয়ে জোড়পুকুর পাড়ের মসজিদের সামনে গিয়ে দাঁড়ান। সেখানকার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই অটোচালক দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করছিলেন। পরে টাকার ব্যাগটি যাত্রীদের বসার সিট থেকে নিয়ে তার সিটের সামনে রাখেন। এরপর দ্রুত ওই স্থান ত্যাগ করেন।
এদিকে খবর পেয়েই ঘটনার পরপর চাঁদপুর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি টিম সিসি ফুটেজের ছবি নিয়ে ওই অটোচালককে খুঁজতে শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই চালককে খুঁজে পায়নি পুলিশ।
এ বিষয়ে চাঁদপুরের বিকাশ এজেন্ট আলমগীর হোসেন বলেন, ‘ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ব্যক্তিগত গাড়িতে করে টাকা নেওয়ার জন্য আমি জোড় পুকুরপাড়ে অপেক্ষা করছিলাম। এগুলো সব কোম্পানির টাকা। পাটের তৈরি চেন সিস্টেমের ব্যাগে ৬১ লাখ টাকা ছিল।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, ‘পুলিশের কয়েকটি টিম ওই অটোচালককে খুঁজছে। আশা করছি, সহসাই আমরা তাকে খুঁজে পাব।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman