

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে অন্য সময় আইসিইউ ভাড়া ৩০ হাজার টাকা নেয়া হলেও, এখন চাওয়া হচ্ছে দ্বিগুণ। এছাড়া, চেক বা কার্ডে বিল না নিয়ে নগদ টাকায় বিল পরিশোধেও বাধ্য করা হচ্ছে। এ অবস্থায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। খবর ডিবিসি নিউজ
চট্টগ্রামের চকবাজার সার্জিস্কোপ হাসপাতালে গত ৭ই জুন শ্বাসকষ্ট ওঠা এক রোগীকে ভর্তির জন্য নেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ জানান, অগ্রিম এক লাখ টাকা না দিলে ভর্তি করা সম্ভব নয়। শর্তপূরণ করেই ভর্তি হন তিনি।
স্বাভাবিক সময়ে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ভাড়া ৩০ হাজার টাকা নেয়া হলেও, এখন নেয়া হচ্ছে ৬০ হাজারের বেশি। এছাড়া, চেক বা কার্ডে না নিয়ে নগদ টাকায় বিল পরিশোধেও বাধ্য করা হচ্ছে।
মিনহাজ চৌধুরী নামে রোগীর এক স্বজন জানান, ‘তারা এক লাখ টাকা অগ্রিম নিয়েছে এবং প্রতিদিন আইসিইউ ভাড়া ৬০ হাজার করে নিচ্ছে। আমার রোগীর অবস্থা খারাপ ছিল। আমার আইসিইউ দরকার ছিল।’
আইসিইউ ভাড়া বাড়াতে নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি এম এ কাশেম। তিনি বলেন,’আইসিইউ এর ভাড়া বাড়াতে তারা আলাদাভাবে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দেয়া সার্কুলার দেখলাম। সেখানে রেটটা ভালো করছে।’
চিকিৎসা দেয়ার নামে বাড়তি টাকা নেয়ার কোনো সুযোগ নেই বলে জানান সিভিল সার্জন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। চট্টগ্রামে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন,’অগ্রিম টাকা নিচ্ছে এবং তার পাশাপাশি বেশি টাকা নিচ্ছে। তবে কতটুকু বেশি নিচ্ছে একটা সেটা আমাদের সার্ভিলেন্স টিম খতিয়ে দেখবে।’
আইসিইউ ভাড়া নিয়ন্ত্রণসহ সেচ্ছাচারিতা বন্ধে হাসপাতালে নিয়মিত অভিযান চালানোর দাবি রোগী ও স্বজনদের।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman