

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী হাতিয়া চেয়ারম্যান ঘাটের আগ্নিকান্ডে ২ জন নিহত এবং আহত হয়েছেন ৩ জন। এরমধ্যে আশংকাজনক একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার ( ২২ জুন) রাত ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মহিবুল হাসান নিপু ও রহমত।
প্রত্যক্ষদর্শী শাহিন জানান, রাতে তিনি সহ মোট পাঁচজন নিপুর তেলের দোকানে, দোকানের মালিক নিপু সহ তিনজন পিছনে হিসাব করছিলেন। সামনে ছিলো দু’জন। হঠাৎ ৯ টার দিকে বিকট শব্দে আগুনের লেলিহান শিখা দোকানের পিছনের দিকে যায়। এসময় তিনি আগুন সহ লাফ দিয়ে বের হতে সক্ষম হন। অন্যদের খবর তিনি জানেন না। পরে জানেন দোকানের মালিক নিপু এবং কর্মচারী রহমতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা যায় আগুনে অন্তত ২০ দি দোকান পুড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নিপুর তেলের দোকান থেকে আগুনের সুত্রপাত। সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman