

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরীক্ষার জন্য নতুন করে ৯ হাজার কিট দেওয়া হয়েছে চট্টগ্রামের বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবকে।
চট্টগ্রামে কিট সংকট তৈরি হওয়ার পর রোববার স্বাস্থ্য অধিদপ্তর এসব কিট সরবরাহ করেছে। এর ফলে আপাতত অবসান হলো কিট সংকটের।
নতুন পাওয়া ৯ হাজার কিট দিয়ে প্রায় ১৮ দিন চট্টগ্রামে পরীক্ষা কার্যক্রম চালানো যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজ বিআইটিআইডি কর্তৃপক্ষ তিন হাজার কিট পেয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ইনচার্জ প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী জানান, তারা নতুন করে আজ দুই হাজার কিট পেয়েছেন।
অন্যদিকে ২ হাজার করে কিট পাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবের ইনচার্জ প্রফেসর মনিরুল ইসলাম ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবের ইনচার্জ ডা. আবুল কালাম।
প্রসঙ্গত, কিটের স্বল্পতার কারণে গতকাল শনিবার চট্টগ্রামে করোনা পরীক্ষার সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে। শনিবার চট্টগ্রামের চারটি ল্যাবে ৫৯০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
এর আগে চট্টগ্রামে গত ২৭ জুন ৮৯০ জনের, ২৬ জুন ১০৯৩ জনের, ২৫ জুন ৯৭১ জনের, ২৪ জুন ৯৯১ জনের, ২৩ জুন ৯২৬ জনের ও ২২ জুন ১০৪৯ জনের নমুনা পরীক্ষা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman