

ঢাকা (সিডিএন ডেস্ক) : ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিশেষ সভায় এই ফল অনুমোদিত হয়। কমিশন কর্তৃক চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা ২ হাজার ২০৪ জন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এিকথা জানানো হয়।
উল্লেখ্য, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৮৬২ জন।
৩৮তম বিসিএস পরীক্ষার প্রার্থীদের মধ্য হতে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, কর ক্যাডারে ৩৫ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৪৫ জন, আনসার ক্যাডারে ৩৮ জন, কৃষি ক্যাডারে ২৪১ জন, মৎস্য ক্যাডারে ২০ জন, স্বাস্থ্য ক্যাডারে ২৯১ জন, পশু সম্পদ ক্যাডারে ৮৫ জন, বন ক্যাডারে ২২ জন, গণপূর্ত ক্যাডারে ৯৭ জন, ও বিসিএিস সাধারণ শিক্ষা ও কারিগরি কলেজ ক্যাডারে ৭৬৮ জন সহ বিভিন্ন ক্যাডারে সর্বমোট ২ হাজার ২০৪ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
ফলাফল বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman