

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাসের কারণে সারাবিশ্ব থমকে গেছে। সবকিছু যখন বিষাদময় হয়ে গেছে, চারিদিকে যখন হাহাকার দেখা দিয়েছে তখন মানুষের এই চরম দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২,২৩ ও ২৪ নং ওর্য়াডের চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী নুর আক্তার প্রমা। জানা যায়, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারনে মানুষ গৃহবন্দী হয়ে পড়লে তিনি তার নির্বাচনী এলাকায় মধ্যবিত্ত এবং অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এবিষয়ে জানতে চাইলে মহানগরের এই নেত্রী বলেন,”মানুষের সেবা করা অতি উত্তম কাজ। সারাবিশ্ব আজ মরণঘাতী করোনা ভাইরাসের কাছে অসহায়।তাই জনগণের এমন চরম দুর্দিনে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা দিয়েছি।
সবাইকে নিরাপদে নিজের ঘরে অবস্থান করার জন্য বলেছি। তিনি আরো বলেন, দুর্দিনে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যাবো। মহানগরের এই নেত্রী সম্পর্কে এলাকার জনসাধারনের সাথে কথা বলে জানা যায়, লকডাউনের শুরু থেকে তিনি তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। মধ্যবিত্ত পরিবার গুলোকে নিজ দায়িত্বে সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, যতদিন সামর্থ্য থাকবে যতদিন করোনা ভাইরাস থাকবে,মানুষের এই দুর্দিন থাকবে, ততদিন আমি মানুষের পাশে থাকবো “ইনশাআল্লাহ”
উল্লেখ্য যে, স্থগিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ১২,২৩ ও ২৪ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের প্রবীণ নেতা মরহুম ইসহাক মিয়ার কন্যা মোছাম্মৎ জাহেদা বেগম পপি কে সেই আসনে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন বঞ্চিত হয়েও তিনি মাঠে থেকে দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman