

দুবাই (সিডিএন ডেস্ক) : ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর।
আইসিসির চেয়ারম্যানের পদ থেকে আজ সড়ে দাঁড়ান মনোহর আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১৫ সালে আইসিসির চেয়ারম্যান হন মনোহর। দুই মেয়াদে চার বছর আইসিসির দায়িত্ব পালন করেছেন মনোহর।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘দুই মেয়াদে চার বছর আইসিসির দায়িত্ব পালনের পর সড়ে দাঁড়ালেন মনোহর। নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইমরান খাজা। আগামী সপ্তাহের মধ্যে মনোহরের স্থলাভিষিক্ত খোঁজার প্রক্রিয়া শুরু করবে আইসিসি।’
৬২ বছর বয়সী মনোহর, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিসিআইর সভাপতি ছিলেন মনোহর।
মনোহরকে ধন্যবাদ জানিয়ে আইসিসির প্রধান নির্বাহি মানু সওনি বলেন, ‘আইসিসির বোর্ড, স্টাফ এবং পুরো ক্রিকেটের পরিবারের থেকে মনোরহরকে ধন্যবাদ জানাচ্ছি। তার নেতৃত্ব এবং খেলাধুলার জন্য তিনি যা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার জন্য শুভ কামনা রইল।’
মনোহরের পরিবর্তে ডেপুটি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া খাজা বলেন, ‘এতে কোন সন্দেহ নেই, খেলাধুলার উন্নতির জন্য অনেক কিছুই করেছেন মনোহর। তিনি ক্রিকেট ও আইসিসিকে ভালো অবস্থায় রেখে গেছেন।’
আইসিসির পরবর্তী চেয়ারম্যান হবার দৌঁড়ে এগিয়ে আছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী।
গাঙ্গুলীর সাথে আইসিসির সভাপতি হবার দৌঁড়ে আছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস। তবে গাঙ্গুলী ও গ্রেভসের সাথে লড়াই করার সম্ভাবনা রয়েছে আইসিসির বর্তমান ডেপুটি চেয়ারম্যান খাজার।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman