রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( সন্ধ্যা ৬:৪৫ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( সন্ধ্যা ৬:৪৫ ) 
Ctgdailynews

কপি ছিঁড়ে বাজেট প্রত্যাখ্যান করলেন বিএনপির এমপিরা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে পাস হওয়া ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বাজেটের কপি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপি দলীয় সংসদ সদস্যরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার গেটের সামনের সড়কে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে বাজেটের কপি ছিঁড়ে ফেলেন তারা।

বিএনপির এমপিরা জানান, এ কর্মসূচি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় করার কথা ছিল, কিন্তু পুলিশ সেখানে কর্মসূচি করতে বাধা দেয়। পরে সেখানকার গেটের সামনের রাস্তায় তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

বিএনপি দলীয় সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, ‘বাজেট পাস হয়েছে জনগণকে ফাঁকি দেওয়ার জন্য। আমরা যাতে এর সমালোচনা করতে না পারি সেজন্য এক দিনের জন্য সাধারণ বাজেট আলোচনা হয়। পৃথিবীর ইতিহাসে আলোচনা বিহীন বাজেট পাস হয়নি। জনগণের পক্ষে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি।’

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুন অর রশিদ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ। লিখিত বক্তব্য পাঠ করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এ সময় বলেন, ‘জাতির যে সংকট তা এই সংসদে প্রতিফলিত হচ্ছে না। জাতির এই সংকটে অনেক বিশেষজ্ঞ ব্যক্তি কাজ করতে চেয়েছেন কিন্তু তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি, গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কারের কথা বলেছি। কিন্তু সংসদ নেতা প্রধানমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার বেহালদশা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। সরকার দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে।’

হারুন অর রশিদের বক্তব্য শেষে পাস হওয়া বাজেটকে অবাস্তব, অকল্পনীয় উল্লেখ করে বাজেটের কপি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংসদ সদস্যরা।

বিক্ষোভে সংসদ সদস্যরা বলেন, বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি। পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনো বাজেট পাস হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print