

ঢাকা (সিডিএন ডেস্ক) : দ্বিতীয় দফার কোভিড-১৯ পরীক্ষায়ও পজিটিভ ফল এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার।
এর আগে গত ১৯ জুন প্রথমবারের মত মাশরাফির দেহে করোনার সংক্রমন ধরা পড়ে। গত মঙ্গলবার ফের পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি। কিন্ত নতুন ওই পরীক্ষায়ও পজিটিভ ফল এসেছে। অবশ্য করোনার সংক্রমন ধরা পড়লেও সে রকম কোন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেননা বলে জানিয়েছেন মাশরাফি।
আজ তিনি সংবাদিকদের বলেন,‘ মঙ্গলবার পাওয়া টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমার মধ্যে স্বাস্থ্যগত কোন সমস্যা নেই। আসলে প্রথম দফায় পজিটিভ ধরা পড়ার পরও আমি কোন সমস্যায় ভুগিনি। আল্লাহর রহমতে আমি ভাল আছি।’
বাসায় থেকেই তিনি চিকিৎসা সেবা গ্রহন করছেন বলে জানা গেছে। এর আগে অবশ্য করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু এবং সাবেক ওপেনার নাফিস ইকবাল ও তার পরিবারের সদস্যরা। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় তারা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman