

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়ে জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ১৩ আগস্ট জারি করা এক আদেশে তাকে এ মনোনয়ন দেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হলো।
এবিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে শুনেছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
জানা গেছে, দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সাতটির ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় সংসদ সদস্যরা। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছিল ব্যতিক্রম। চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই দায়িত্বে ছিলেন।
আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। দীর্ঘসময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগ ও চিকিৎসক রাজনীতির একাংশের ওপর একক নিয়ন্ত্রণ আছে নাছিরের। তবে সম্প্রতি চমেক ছাত্রলীগ ও চিকিৎসকদের মধ্যে মহিবুল হাসান চৌধুরী নওফেলেরও একটি বলয় তৈরি হয়েছে। বৃহত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় নিজ বলয়ের ওপর নওফেলের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman