

অনলাইন ডেস্ক : রাশিয়ায় বাড়ছে মু’সলিম জনসংখ্যা। দিন দিন ইস’লাম ধ’র্মের দিকে ঝুঁকছেন দেশটির মানুষ। আর তাই আগামী ১৫ বছরের মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৩০ ভাগই হবে মু’সলিম।
আর আগামী ৩০ বছরের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ হবে মু’সলিম। সোমবার রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষে ‘স্টেট ডুমা’ আয়োজিত এক ফোরামে দেশটির অর্থোডক্স চার্চের প্রধান যাজক দিমিত্রি স্মির্নভ এসব তথ্য তুলে ধ’রেন।
খবর দ্যা মস্কো টাইমসের। এদিকে রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাভিল জাইনুদ্দিন বলেন, যে হারে মু’সলিম সংখ্যা বৃ’দ্ধি হচ্ছে সেভাবে ম’সজিদ নি’র্মাণ হচ্ছেনা রাশিয়ায়।
আর এ কারণে নামাজ আদায়ে ম’সজিদের সংক’ট দেখা দিয়েছে সেখানে। স্থা’নীয় অধিবাসীরা বলছেন, দিন দিন মু’সলিমের সংখ্যা বাড়তে থাকায় এমন প’রিস্থিতি তৈরি হয়েছে।
রাভিল জাইনুদ্দিনের বক্তব্যের স’ঙ্গে একমত পোষণ করে ওই ফোরামে দিমিত্রি স্মির্নভ বলেন, রাশিয়ায় মু’সলিম জনগোষ্ঠী বৃ’দ্ধির হার এভাবে অব্যা’হত থাকলে ২০৫০ সালে মু’সলিম’রাই হবে রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী।
নামাজ আদায়ে আরও অনেক ম’সজিদ নি’র্মাণ ক’রতে হবে জা’নিয়ে গ্র্যান্ড মুফতি রাভিল জাইনুদ্দিন বলেন, ২০১৮ সালে রাশিয়ার ম’সজিদগুলোতে প্রায় ৩২ লাখ মু’সলিম অংশগ্রহণ করেছে। এ সংখ্যা দিন দিন বৃ’দ্ধি পাচ্ছে। ২০১৮ সালের হিসাব অনুযায়ী, রাশিয়ার মোট জনসংখ্যা ছিল ১৪৬.৮ মিলিয়ন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman