

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে সুলাইমান হোসেন (২১) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুলাইমানের প্রেমিকা সুনিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে নিখোঁজের তিন দিন পর মহেড়া ইউনিয়নের ভাতকুড়া বিল থেকে সুলাইমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুলাইমান উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে মো. গর্জন মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার সোলাইমানের বাবা গর্জন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুলাইমান ভ্যানে একটি কোচিং সেন্টারের শিশু শিক্ষার্থীদের আনানেওয়ার কাজ করতেন। তার সঙ্গে বাসাইল উপজেলার হাবলা গ্রামের দুবাই প্রবাসী শফিউদ্দিনের স্ত্রী সুনিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। এ নিয়ে এলাকার মাতব্বররা একাধিক বিচার সালিসও করেছেন, তারপরও তাদের পরকীয়া থেমে থাকেনি।
গত রোববার সুলাইমানকে তার বন্ধু নুরুল ইসলাম রাত ৯টার দিকে প্রাইভেটকারে করে সুনিয়ার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসেন। তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে পরিবার থেকে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
গতকাল বুধবার স্থানীয় লোকজন ভাতকুড়া বিলে ক্ষেতের পাশে পানিতে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বুধবার রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবারের লোকজন সুলাইমানের গায়ের জামা দেখে সুলাইমানকে শনাক্ত করেন। পরকীয়ার জের ধরেই প্রবাসী শফিউদ্দিন ও তার স্ত্রীর পরিবারের লোকজন সুলাইমানকে হত্যা করে থাকতে পারে বলে তার পরিবার অভিযোগ করেছেন।
পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুলাইমানের প্রেমিকা সুনিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, সুলাইমান-সুনিয়ার পরকীয়ার বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পরিবারকেই একাধিকবার শাসিয়েছেন বলেও তিনি শুনেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman