

ডেস্ক রিপোর্ট : যশোরে মেয়ে ফারহানা আফরোজের মোটর সাইকেল বহর নিয়ে চলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে এটা নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। এবার এ আলোচনায় যোগ দিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
উপমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘‘একজন নারীকে মটরবাইক চালাতে দেখে যারা তাদের নর্দমার আবর্জনাতুল্য নোংরা সংকীর্ণতার ন’গ্ন উ’ন্মত্ত প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে, সমাজ এই সব কীটপত’ঙ্গদের চিনে রাখুক।
এরাই সেইসব লুকায়িত যৌ’ন হয়’রানিকা’রী, যারা শিষ টিটকারি টিপ্পনী কাটে, বি’কৃত মান’সিকতা লালন করে এবং হয় এখনো যৌ’ন হ’য়রা’নি করার সাহস পায় নাই বা শীঘ্রই তা করতে যাচ্ছে। এদের চিনে রাখতে হবে এবং শা’য়েস্তা করতে হবে’’।
করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং ট্রাফিক আইন না মানার কারণে মূলত তিনি সমালোচিত হয়েছে। তবে আবার একটি মফস্বল শহরে এভাবে চলাচলে তার সাহসের প্রশংসাও করেছেন অনেকে।
ফারহানার বিয়ে তিন বছর আগে হয়েছে এবং তার একটি সন্তানও রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman