

নিজস্ব প্রতিবেদক : করোনার বৈশ্বিক মহামারিতে আমেরিকা, ভারতসহ উন্নত বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। তবে বাংলাদেশের জিডিপি ঠিকই আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন, ছাত্রাবাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার বৈশ্বিক মহামারিতে আমেরিকা, ভারতসহ উন্নত বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমরা এখনো অনেকটা ভালো অবস্থানে আছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ছয় শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে। অনেকেই না বুঝে না জেনে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে।’
করোনাভাইরাসের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সবাইকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে মানিকগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। ভ্যাকসিন এখন বিভিন্ন দেশে তৈরি হচ্ছে। সেই ভ্যাকসিন হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমানন শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman